একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে যাচ্ছেন ঢাকাই সিনেমার সুপার স্টার শাকিব খান। শনিবার (১০ নভেম্বর) একটি জাতীয় দৈনিকে তিনি নিজেই তথ্য জানিয়েছেন। আর এই বিষয়ে কথা বলার জন্য সময়নিউজের পক্ষ থেকে শাকিব খানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে চেষ্টা করা হয়। তিনি কল রিসিভ করেননি।
জানা গেছে, রোববার সকালে তিনি ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করবেন। তবে কোন আসন থেকে নির্বাচন করতে চান তা জানাননি শাকিব।
এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার টাকা। গতবার ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছিল আওয়ামী লীগের মনোনয়ন ফরম। সেবার ফরম বিক্রি থেকে আওয়ামী লীগের তহবিলে জমা পড়ে প্রায় সাড়ে সাত কোটি টাকা।
২৩ ডিসেম্বর (রোববার) সংসদ নির্বাচনের ভোট। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর সোমবার। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২২ নভেম্বর (বৃহস্পতিবার)। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর (বৃহস্পতিবার)। আর প্রতীক বরাদ্দ ৩০ নভেম্বর (শুক্রবার)।