muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কিশোরগঞ্জে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের নির্বাচিতদের শপথ গ্রহণ ও অভিষেক সম্পন্ন

আমিন সাদী/রিংকু কিশোরগঞ্জ।। কিশোরগঞ্জে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন কিশোরগঞ্জ জেলা শাখার নব-নির্বাচিতদের শপত গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে শনিবার কিশোরগঞ্জ খামারবাড়ীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ে প্রশিক্ষণ হল রুমে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিপ্লোমা কৃষিবিদ আলহাজ্ব মোঃ আতিকুর রহমান শিকদার।

বক্তব্য রাখেন কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শফিকুল ইসলাম, সদর উপজেলার সহ: কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ হেলাল উদ্দিন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা স্বেচ্চাসেবকলীগের সভাপতি শরিফুল ইসলাম, সদর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক কামাল পাশা, শহর কৃষকলীগের সভাপতি আলমগীর হোসেন, নব-নির্বাচিত কার্যকরী কমিটির সভাপতি মোঃ মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ। শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান রিটার্নিং অফিসার অমল কান্তি ভৌমিক। যারা শপথ নিয়েছেন তারা হলেন সভাপতি মোঃ মাহাবুবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মোঃ জসিম রহমান, সহ-সভাপতি রতন কুমার দেবনাথ, সাধারণ সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ আমিনুল হক শামীম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হামিদুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ তাজউদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ রবিউল করিম, প্রচার প্রকাশনা ও তথ্য বিষয়ক সম্পাদক নূরুল্লাহ হৃদয়, চাকুরী ও আইন বিষয়ক সম্পাদক মীর মোঃ শাহ আলম, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ আমিনুল হক, গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এসএম মোস্তাফিজুর রহমান, মহিলা সম্পাদক জেসমিন আরা বেগম, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ফয়সল মিয়া, নির্বাহী সদস্য মোঃ মিজানুর রহমান।

এসময় কিশোরগঞ্জে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন কিশোরগঞ্জ জেলা শাখার সাবে কমিটির লোকজন, বিভিন্ন উপজেলায় কর্মরত উপ-সহকারী কৃষি অফিসারগণ ও ডিপ্লোমা কৃষিবিদগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য শনিবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা নির্বাচনে শহরের গাইটাল এলাকার হর্টিকালচার সেন্টার কেন্দ্রে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মাহাবুব-জসিম-আজিজ প্যানেলর সকল প্রার্থীগণ চান মিঞা-ইসকান্দার-আনিছ প্যানেলের সাথে প্রতিদ্বন্দিতা করে বিজয়ী হয়েছে।

জানা যায়, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন কিশোরগঞ্জ জেলা শাখার নির্বাহী কমিটির নির্বাচনে মোট ৩৭৩ জন ভোটারের মধ্যে ৩৬৬জন ভোটাধিকার প্রয়োগ করেন। চারটি বুথে এসব ভোটাররা নির্বিগ্নে ভোট প্রদান করেন। নির্বাচনের রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন অমল কান্তি ভৌমিক। সহকারী রিটার্নিং অফিসার মো. আলাউদ্দিন এবং প্রিজাইডিং অফিসার ছিলেন মো. মোস্তাফিজুর রহমান। নির্বাচনে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিল।

Tags: