একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াতকে নির্বাচনে বর্জন করে শেখ হাসিনার নৌকায় ভোট দিয়ে আওয়ামীলগিকে বিজয়ী করার আহবান জানান বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন এমপি।
কিশোরগঞ্জের ভৈরব বাজারস্থ লঞ্চঘাট আজ ১১ই নভেম্বর রবিবার দুপুরে আওয়ামী যুবলীগের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এ আহবান জানান তিনি।
অনুষ্ঠানের প্রধান অতিথি নাজমুল হাসান পাপন এমপি বলেন, রাজাকারের দল জামায়াতের নিবন্ধন বাতিল করা হয়েছে। এ দেশে স্বাধীনতা বিরোধীদের ভোট চাওয়ার কোন অধিকার নেই।
৭৫ এর বঙ্গবন্ধু হত্যা, জাতীয় ৪ নেতা হত্যা ও ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় আওয়ামীলীগকে চিরতরে শেষ করতে চেয়েছিল তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার। যারা মানুষ হত্যা, লুটপাট করে বিদেশে টাকা পাচার করে তাদের ভোট চাওয়ার অধিকার নেই।
তারা তিনবার ক্ষমতায় থাকলেও দেশের কোন উন্নয়ণ হয়নি। আওয়ামীলীগ সরকার টানা ১০ বছর ক্ষমতায় থেকে দেশের ব্যাপক উন্নয়নের মাধ্যমে ধারাবাহিকতা ধরে রেখেছে। উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
বিদ্যুত খাতে তিন হাজার মেঘাওয়াট থেকে ২০ হাজার মেঘাওয়াটে উন্নীত হওয়ায় দেশে বিদ্যুতের সমস্যা নেই এখন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যালেঞ্জ করে পদ্মা সেতু বাস্তবায়ন করছেন। রাস্তা-ঘাট, রেল, বিদ্যুত সহ সকল ক্ষেত্রে উন্নয়ণের ধারা বজায় রেখে চলেছেন।
আওয়ামীলীগের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
ভৈরব পৌর যুবলীগের নবনির্বাচিত সভাপতি মো: ইমরান হোসেন ইমনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা যুবলীগের সভাপতি এ্যাড. নাজমা আক্তার, ভৈরব উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মির্জা সোলায়মান, পৌর আওয়ামীলীগ সভাপতি এস.এম বাকি বিল্লাহ,সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ।
Tags: