কিশোরগঞ্জে সতেরদরিয়া গ্রামের কৃতি সন্তান শহীদ লেঃ আশফাকুস সামাদ বীর উত্তমের ৪৭তম শাহাদাৎ বার্ষিকীর স্মরণ সভায় ১৭ গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে সাংবাদিক ও লেখক আমিনুল হক সাদীকে সম্মাননা প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকেলে সতের দরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ছাত্র/ছাত্রীবৃন্দের আয়োজনে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সাবেক ছাত্র কাদিরজঙ্গল ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব। প্রধান অতিথি ছিলেন অতিঃ জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আব্দুল্লাহ আল মাসউদ। বিশেষ অতিথি ছিলেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা। প্রধান আলোচক ছিলেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ বাশির উদ্দিন ফারুকী। অতিথি ছিলেন করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান, ওসি (তদন্ত) নাহিদ হাসান সুমন, এটিও আব্দুর রাশিদ ফকির প্রমুখ। অনুষ্ঠানে সতের দরিয়া গ্রামের ইতিহাস ঐতিহ্য লিপিবদ্ধ করায় সাংবাদিক ও লেখক আমিনুল হক সাদীসহ ১৭জন ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সম্মাননা অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সতেরদরিয়া সরকারি প্রাঃ বিদ্যালয়ের সাবেক ছাত্র করিমগঞ্জ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ কমিটির প্রতিষ্ঠাতা বিশিষ্ট লিমেরিকার ও লেখক মোঃ রেজাউল হাবীব রেজা। পরে সতেরদরিয়া গ্রামের কৃতি সন্তান শহিদ লেঃ আশফাকুস সামাদ বীর উত্তমের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধার কণ্ঠ/এন