কিশোরগঞ্জে সতেরদরিয়া গ্রামের কৃতি সন্তান শহীদ লেঃ আশফাকুস সামাদ বীর উত্তমের ৪৭তম শাহাদাৎ বার্ষিকীর স্মরণ সভায় ১৭ গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকেলে সতের দরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ছাত্র/ছাত্রীবৃন্দের আয়োজনে সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সাবেক ছাত্র কাদিরজঙ্গল ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব। প্রধান অতিথি ছিলেন অতিঃ জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আব্দুল্লাহ আল মাসউদ। বিশেষ অতিথি ছিলেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা। প্রধান আলোচক ছিলেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ বাশির উদ্দিন ফারুকী। অতিথি ছিলেন করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান, ওসি (তদন্ত) নাহিদ হাসান সুমন, এটিও আব্দুর রাশিদ ফকির।
বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটির সহসভাপতি শামসুল মালেক চৌধুরী লিটন, সতেরদরিয়া সরকারি প্রাঃ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অনুষ্ঠান বাস্তবায়ন পর্ষদের আহ্বায়ক আশরাফুজ্জামান, হাত্রাপাড়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলী আজঘর খোকন, জিয়া উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহ: শিক্ষক হেলাল উদ্দিন, আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের সহ: শিক্ষক কামাল উদ্দিন, সতের দরিয়া সরকারি প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহিম, সহ: খায়রুল ইসলাম সেলিম, খুদিরজঙ্গল সরকারি প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিন, মথুরাপাড়া সরকারি প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, শিক্ষক আনোয়ার প্রমুখ।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল জব্বার সুলতান, মুক্তিযোদ্ধা আবু তাহের, সাবেক শিক্ষক সোহরাব উদ্দিন মাস্টার, হাজী আব্দুল লতিফ নিউজ স্কীম মাদরাসার (হাত্রাপাড়া উচ্চ বিদ্যালয়) প্রতিষ্ঠাতা হাজী আব্দুল লতিফ (মরনোত্তর), স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের তথ্য প্রেরক হাবিবুর রহমান ফুল মিয়া (মরনোত্তর), শহিদ নুরুল ইসলাম (মরনোত্তর), বিদ্যালয়ের জমি দাতা আব্দুল মজিদ বেপারী, সতের দরিয়া গ্রামের ইতিহাস ঐতিহ্য লিপিবদ্ধ করায় সাংবাদিক শেখ আবুল মুনসুর লনু ও সাংবাদিক আমিনুল হক সাদীসহ ১৭জন ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননা অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মোঃ রেজাউল হাবীব রেজা।
সতেরদরিয়া গ্রামের কৃতি সন্তান শহিদ লেঃ আশফাকুস সামাদ বীর উত্তমের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওঃ সোহরাব উদ্দিন। অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক ছাত্র/ছাত্রীবৃন্দ, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধার কণ্ঠ/এন