muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জে বিনামূল্যে হার্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে (২৩ নভেম্বর) শুক্রবার শহরের খরমপট্টিস্থ কিশোরগঞ্জ আইডিয়াল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে সকাল ১০টা থেকে সারাদিন ব্যাপী হার্টের সমস্যা জনিত রোগীদের চিকিৎসাসেবা প্রদান করা হয়।

হার্ট ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ডাঃ এস এম মোস্তফা খান পাঠানের সভাপতিত্বে ও ডাঃ ফারুক আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বি এম এর সাধারন সম্পাদক ডাঃ আব্দুল ওয়াহাব বাদল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ জেলা শাখার উপদেষ্টা মন্ডলির সদস্য হাজী সাদরুল্লাহ মাজু, হাজী জালাল উদ্দীন জালু ও আঃ ওয়াদুৎ। নরসুন্দা রিভারভিউ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সার্ভিসের সৌজন্যে র্হৃদরোগীদের সেবা প্রদান করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কার্ডি সার্জারি এন্ড চিফ কনসালটেন্ড প্রফেসর ডাঃ ফারুক আহমেদ, প্রফেসর ডাঃ সোহেল রেজা চৌধুরী,অধ্যাপক ডাঃ মহিউদ্দিন আহমেদ সহ ডাঃ মোঃ বদিউজ্জামান, ডাঃ সামির কুমার বিশ্বাস,ডাঃ মীর ইশরাকুজ্জামান,ডাঃ মাহফুজুর রহমান ভূইয়া, ডাঃ মোঃ শামিম চৌধুরী, ডাঃ ফজলুল হক, ডাঃ মোঃ আবদুল হাই ও ডাঃ মোঃ ফারুকুল ইসলাম।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের তথ্যাবধানে ১২ জন বিশেষজ্ঞ ডাক্তার সারাদিন অতি যত্ন সহকারে সর্বমোট ২২০ জন রোগীদের সেবা প্রদান করেন।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ/এন

 

Tags: