muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কিশোরগঞ্জ-২ আসনে রাজনীতিতে মেজর ও আইজিপির লড়াই

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক রাষ্ট্রদূত ও সচিব নূর মোহাম্মদ। বর্তমান এমপি এ্যাডভোকেট মো.সোহরাব উদ্দিন মনোনয়ন থেকে বাতিল হওয়ায় নূর মোহাম্মদই এখন নৌকার মাঝি। অন্যদিকে বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন দুই বারের সংসদ সদস্য মেজর (অবঃ) আক্তারুজ্জামান । তবে একই এলাকার এই দুইজন দুই প্রধান দলের প্রার্থী হওয়ায় কিশোরগঞ্জের মানুষের দৃষ্টি এখন কিশোরগঞ্জ-২ আসনের দিকে। দুই প্রার্থীকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা । কারন,এবার রাজনীতিতে মেজর ও আইজিপির লড়াই। আওয়ামী লীগের নৌকার প্রার্থী নূর মোহাম্মদ এই প্রথম বারের মত নির্বাচনে লড়ছেন একজন হ্যাভেওয়েট প্রার্থীর বিরুদ্ধে। তবে সাবেক সফল আইজিপি হিসেবে সারাদেশে সহ এলাকায় রয়েছে ব্যাপক সুনাম । যদিও তিনি এলাকার রাজনীতিতে নতুন মুখ তবুও তার রয়েছে বিশাল কর্মী বাহিনী । আর তিনি লড়ছেন নৌকা প্রতীক নিয়ে। এই মূহুর্তে একটি শক্তিশালী অবস্থান গড়ে করতে পারবেন বলে মনে করছেন স্থানীয় নেতা কর্মীরা। অন্যদিকে, মেজর (অবঃ) আক্তারুজ্জামান দুই বার এই আসনে বিএনপি মনোনীত ধানের শীষ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন । কিশোরগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচনী এ লড়াইয়ে তিনি একমাত্র যোগ্য প্রার্থী বলে মনে করছেন স্থানীয় বিএনপির নেতা কর্মীরা। তার রাজনৈতিক পরিচয় সারাদেশে । রাজনৈতিক কর্মকান্ড জাতীয় পর্যায়ে । একজন সৎ ,আদর্শ ও নীতিবান ব্যক্তিত্ব হিসেবে তিনি সর্বমহলে গ্রহন যোগ্য। বিএনপি থেকে মনোনয়ন পাওয়ায় এই আসনে ধানের শীষ ও নৌকার লড়াই হবে সমানে সমান বলে মনে করেছে সংশ্লিষ্টারা। কিশোরগঞ্জ-২ (কটিয়াদী- পাকুন্দিয়া) আসনে একটি অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এই আসনের ভোটারগণ তাদের আগামী দিনের নেতা নির্বাচন করবেন বলে আমাদের প্রত্যাশা সকলের।

Tags: