কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রক্সি পরীক্ষা দেয়ার অপরাধে দুইজনকে বহিস্কার ও দুইজনকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল ভূরুঙ্গামারী মহিলা কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত ২০১৭ সালের ডিগ্রী পাস কোর্স ইংরেজি পরীক্ষায় সোনাহাট ডিগ্রী কলেজের আঃ রাজ্জাক ও নাজমুল হুদার পরিবর্তে অন্য দুইজন প্রক্সি পরীক্ষা দিতে আসে। প্রবেশ পত্র, রেজিঃ কার্ডের ছবিতে অধ্যক্ষের স্বাক্ষরে গড়মিল এবং চেহারার অমিল থাকায় বিষয়টি পুলিশকে অবহিত করা হলে পুলিশ তাদেরকে আটক করে।
আটককৃতরা গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকার শহিদুল ইসলামের পুত্র আসাদুজ্জামান দীপ্ত এবং নীলফামারীর গয়াবাড়ী এলাকার কামাল হোসেনের পুত্র নূর ইসলাম নূর। তারা নিজেদের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিবিএ ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী দাবী করে।
ওসি ইমতিয়াজ কবির বলেন, গতকাল রাতে ভ্রাম্যমান আদালতে আটককৃতদের ১৫ দিনের কারাদন্ড দেয়া হয়েছে। অপরদিকে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে সোনাহাট ডিগ্রী কলেজের ওই দুই পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।