muktijoddhar kantho logo l o a d i n g

নির্বাচন

যশোরে ২৬ জনের মনোনয়নপত্র বাতিল

জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়ায় যশোরের ৬টি সংসদীয় আসনের ২৬ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বৈধ ঘোষণা করা হয়েছে ৪০ জনের মনোনয়নপত্র। ছয়টি আসনে মোট প্রার্থী ছিলেন ৬৬ জন।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য ৬টি সংসদীয় আসন থেকে ৬৬ জন মনোনয়ন জমা দেন। রবিবার সকাল সাড়ে ১০টা থেকে মনোনয়ন যাচাই-বাছাই শুরু হয়। ছয়টি আসনের যাচাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।
যাচাই-বাছাইয়ে যশোর-১ শার্শা আসনে ৬ জন প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়নপত্র বৈধ ও ২ জনের বাতিল করা হয়েছে।
যশোর-২ আসনে মোট প্রাথী ছিল ১৫ জন। এ আসনে ৮ জনের মনোনয়নপত্র বৈধ ও ৭ জনের বাতিল করা হয়েছে।
যশোর-৩ আসনে মোট প্রার্থী ছিল ১১। এ আসনে ৬ জনের মনোনয়নপত্র বৈধ ও ৫ জনের বাতিল ঘোণনা করা হয়েছে।
যশোর-৪ আসনে মোট প্রার্থী ছিল ১৩। এ আসনে ১০ জনের মনোনয়নপত্র বৈধ ও ৩ জনের বাতিল ঘোণনা করা হয়েছে।
যশোর-৫ আসনে মোট প্রার্থী ছিল ১০। এ আসনে ১০ জনের মনোনয়নপত্র বৈধ ও ৫ জনের বাতিল ঘোণনা করা হয়েছে।
যশোর-৬ আসনে মোট প্রার্থী ছিল ১১। এ আসনে ৭ জনের মনোনয়নপত্র বৈধ ও ৪ জনের বাতিল ঘোণনা করা হয়েছে।

Tags: