অ্যাপের ইউজার ইন্টারফেস সহজ করতে সদা সচেষ্ট গুগল। এরই ধারাবাহিকতায় গুগল প্লে অ্যাপের আপডেট এনেছে প্রতিষ্ঠানটি। নতুন আপডেটটির সংস্করণ ১২.৬.১৩। অ্যাপের স্ট্যাবল সংস্করণ এটি।
এর ডিজাইনে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। নেভিগেশন ড্রয়ারে এখন অ্যাপ ও গেইম অপশন যুক্ত করা হয়েছে। গুগল প্লে অ্যাপের হোম পেইজে টপে গেইম ও মিউজিক বাটন যুক্ত হয়েছে। থিম রঙ হিসেবে রয়েছে সবুজ ও সাদা। এছাড়াও, বেশিভাগ লেআউটের রঙ সাদা।
মুক্তিযোদ্ধার কণ্ঠ/এন
Tags: