বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিরা তাদের জীবনের বিভিন্ন পর্যায়ে সাফল্য ও প্রচুর সম্পদের দেখা পেয়েছেন। ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ যেখানে মাত্র ২৩ বছর বয়সে বিলিয়নিয়ার হয়েছেন, সেখানে বার্কশায়ার হ্যাথাওয়ের প্রতিষ্ঠাতা ওয়ারেন বাফেট তার জীবনে বেশ লম্বা সময় পার করার পর অবশেষে ৫৬ বছর বয়সে বিলিয়নিয়ার হয়েছেন। মিলিয়নিয়ার হওয়ার ২৬ বছর পর তিনি বিলিয়নিয়ার হিসেবে প্রতিষ্ঠিত হোন।
বাফেট এবং জাকারবার্গ বর্তমানে বিশ্বের যথাক্রমে তৃতীয়তম এবং অষ্টমতম শীর্ষ ধনী ব্যক্তি।
ফোর্বস এবং ব্লুমবার্গে প্রকাশিত বিশ্বের শীর্ষ বিলিয়নিয়ার ব্যক্তিদের তালিকা ব্যবহারে করে আন্তর্জাতিক বেটিং (বাজি ধরার) সাইট ‘বেটওয়ে ইনসাইডার’ তৈরি করেছে, বিশ্বের শীর্ষ কয়েকজন ধনী ব্যক্তির মিলিয়নিয়ার থেকে বিলিয়নিয়ার হতে কত বছর লেগেছে, সেই তালিকা।
বেটিং সাইটটি এই তালিকা তৈরিতে প্রত্যেক শীর্ষ বিলিয়নিয়ার ব্যক্তি প্রথম কবে ফোর্বস এবং ব্লুমবার্গের তালিকায় স্থান পেয়েছিলেন সে দিকটা বিবেচনা করেছে এবং সেসময় তাদের বয়স নির্ধারণ করার জন্য সংবাদ প্রতিবেদন এবং র্যাংকিংয়ের তথ্য সংগ্রহ করেছে। যাদের ক্ষেত্রে সঠিক বয়স জানা সম্ভব হয়নি, সেক্ষেত্রে বেটওয়ে ইনসাইডার প্রত্যেকের ব্যবসায় সবচেয়ে বড় সাফল্যের সময়টির ওপর ভিত্তি করে অনুমান করেছে।
তালিকায় দেখা গেছে, প্রযুক্তি খাতের ব্যক্তিরা সবচেয়ে দ্রুত সম্পদের মালিক হয়েছেন। প্রযুক্তি খাতে শীর্ষ ধনী ব্যক্তিরা মিলিয়নিয়ার হওয়ার গড়ে পাঁচ বছরের মধ্যেই বিলিয়নিয়ার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।
নিচের তালিকা থেকে দেখে নিন মিলিয়নিয়ার থেকে বিলিয়নিয়ার হতে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের কত বছর লেগেছিল। এ তালিকায় ফ্রাঁসোয়া বেটেনকোর্ট মেয়ার্স এবং মুকেশ আম্বানিকে রাখা হয়নি, কারণ উভয়েই উত্তরাধিকারসূত্রে শুরু থেকেই বিলিয়নিয়ার।
* শেলডন অ্যাডেলসন : ৪১ বছর সময় লেগেছে
মোট সম্পদের পরিমাণ : ৩,৮০০ কোটি ডলার।
সম্পদের উৎস : প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী, লাস ভেগাস স্যান্ডস; যুক্তরাষ্ট্র।
মিলিয়নিয়ার হয়েছেন : ২৭ বছর বয়সে
বিলিয়নিয়ার হয়েছেন : ৬৮ বছর বয়সে
* লি সাউ-কি : ২৭ বছর সময় লেগেছে
মোট সম্পদের পরিমাণ : ৩,০৭০ কোটি ডলার।
সম্পদের উৎস : প্রতিষ্ঠাতা, হেন্ডারসন ল্যান্ড ডেভলপমেন্ট; হংকং।
মিলিয়নিয়ার হয়েছেন : ৩৬ বছর বয়সে।
বিলিয়নিয়ার হয়েছেন : ৬৩ বছর বয়সে।
* ওয়ারেন বাফেট : ২৬ বছর সময় লেগেছে
মোট সম্পদের পরিমাণ : ৮,৪৪০ কোটি ডলার।
সম্পদের উৎস : প্রধান নির্বাহী, বার্কশায়ার হ্যাথাওয়ে; যুক্তরাষ্ট্র।
মিলিয়নিয়ার হয়েছেন : ৩০ বছর বয়সে।
বিলিয়নিয়ার হয়েছেন : ৫৬ বছর বয়সে।
* কার্লোস স্লিম : ২৬ বছর সময় লেগেছে
মোট সম্পদের পরিমাণ : ৭,১১০ কোটি ডলার।
সম্পদের উৎস : প্রধান নির্বাহী, টেলমেক্স; মেক্সিকো।
মিলিয়নিয়ার হয়েছেন : ২৫ বছর বয়সে।
বিলিয়নিয়ার হয়েছেন : ৫১ বছর বয়সে।
* চার্লস কোচ : ২২ বছর সময় লেগেছে
মোট সম্পদের পরিমাণ : ৬,০৩০ কোটি ডলার।
সম্পদের উৎস : অন্যতম মালিক, কোচ ইন্ডাস্ট্রিজ; যুক্তরাষ্ট্র।
মিলিয়নিয়ার হয়েছেন : ৩১ বছর বয়সে।
বিলিয়নিয়ার হয়েছেন : ৫৩ বছর বয়সে।
* বার্নার্ড আর্নল্ট : ২১ বছর সময় লেগেছে
মোট সম্পদের পরিমাণ : ৭,৯৩০ কোটি ডলার।
সম্পদের উৎস : মালিক, এলভিএমএইচ; ফ্রান্স।
মিলিয়নিয়ার হয়েছেন : ২৭ বছর বয়সে।
বিলিয়নিয়ার হয়েছেন : ৪৮ বছর বয়সে।
* মাইকেল ব্লুমবার্গ : ২১ বছর সময় লেগেছে
মোট সম্পদের পরিমাণ ৪,৯৯০ কোটি ডলার।
সম্পদের উৎস : মালিক, ব্লুমবার্গ; যুক্তরাষ্ট্র।
মিলিয়নিয়ার হয়েছেন : ৩১ বছর বয়সে।
বিলিয়নিয়ার হয়েছেন : ৫২ বছর বয়সে।
* আমানসিও ওরতেগা : ১৬ বছর সময় লেগেছে
মোট সম্পদের পরিমাণ : ৬,৯০০ কোটি ডলার।
সম্পদের উৎস : সহ-প্রতিষ্ঠাতা, ইনডিটেক্স; স্পেন।
মিলিয়নিয়ার হয়েছেন : ৪৯ বছর বয়সে।
বিলিয়নিয়ার হয়েছেন : ৬৫ বছর বয়সে।
* রব ওয়ালটন : ১৪ বছর সময় লেগেছে
মোট সম্পদের পরিমাণ : ৪,১৩০ কোটি ডলার।
সম্পদের উৎস : অন্যতম মালিক, ওয়ালমার্ট; যুক্তরাষ্ট্র।
মিলিয়নিয়ার হয়েছেন : ৩৪ বছর বয়সে।
বিলিয়নিয়ার হয়েছেন : ৪৮ বছর বয়সে।
* লি কা শিং : ১৩ বছর সময় লেগেছে
মোট সম্পদের পরিমাণ : ৩,৩৮০ কোটি ডলার।
সম্পদের উৎস : চেয়ারম্যান, সিকে হাচিসন হোল্ডিংস; হংকং।
মিলিয়নিয়ার হয়েছেন : ৩০ বছর বয়সে।
বিলিয়নিয়ার হয়েছেন : ৪৩ বছর বয়সে।
* ডেভিড কোচ : ১০ বছর সময় লেগেছে
মোট সম্পদের পরিমাণ : ৬,০৩০ কোটি ডলার।
সম্পদের উৎস : অন্যতম মালিক, কোচ ইন্ডাস্ট্রিজ; যুক্তরাষ্ট্র।
মিলিয়নিয়ার হয়েছেন : ৩৯ বছর বয়সে।
বিলিয়নিয়ার হয়েছেন : ৪৯ বছর বয়সে।
* জিম ওয়ালটন : ১০ বছর সময় লেগেছে
মোট সম্পদের পরিমাণ : ৪,১৪০ কোটি ডলার।
সম্পদের উৎস : অন্যতম মালিক, ওয়ালমার্ট; চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আরভেস্ট ব্যাংক গ্রুপ; যুক্তরাষ্ট্র।
মিলিয়নিয়ার হয়েছেন : ৩৪ বছর বয়সে।
বিলিয়নিয়ার হয়েছেন : ৪৪ বছর বয়সে।
* জ্যাক মা : ১০ বছর সময় লেগেছে
মোট সম্পদের পরিমাণ : ৩,৮২০ কোটি ডলার।
সম্পদের উৎস : প্রতিষ্ঠাতা, আলিবাবা গ্রুপ; চীন।
মিলিয়নিয়ার হয়েছেন : ৩৫ বছর বয়সে।
বিলিয়নিয়ার হয়েছেন : ৪৫ বছর বয়সে।
* হুই কা ইয়ান : ১০ বছর সময় লেগেছে
মোট সম্পদের পরিমাণ : ৩,৩৬০ কোটি ডলার।
সম্পদের উৎস : চেয়ারম্যান, এভারগ্রান্ড গ্রুপ; চীন।
মিলিয়নিয়ার হয়েছেন : ৪১ বছর বয়সে।
বিলিয়নিয়ার হয়েছেন : ৫১ বছর বয়সে।
* স্টিভ বলমার : ৮ বছর সময় লেগেছে
মোট সম্পদের পরিমাণ : ৩,৩৩০ কোটি ডলার।
সম্পদের উৎস : সাবেক সিইও, মাইক্রোসফট; মালিক, লস অ্যাঞ্জেলেস ক্লিপার্স; যুক্তরাষ্ট্র।
মিলিয়নিয়ার হয়েছেন : ৩০ বছর বয়সে।
বিলিয়নিয়ার হয়েছেন : ৩৮ বছর বয়সে।
* ল্যারি এলিসন : ৭ বছর সময় লেগেছে
মোট সম্পদের পরিমাণ : ৫,৫৪০ কোটি ডলার।
মোট সম্পদের উৎস : প্রতিষ্ঠাতা ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা, ওরাকল; যুক্তরাষ্ট্র।
মিলিয়নিয়ার হয়েছেন : ৪২ বছর বয়সে।
বিলিয়নিয়ার হয়েছেন : ৪৯ বছর বয়সে।
* বিল গেটস : ৫ বছর সময় লেগেছে
মোট সম্পদের পরিমাণ : ৯,০৩০ কোটি ডলার।
সম্পদের উৎস : সহ-প্রতিষ্ঠাতা, মাইক্রোসফট; যুক্তরাষ্ট্র।
মিলিয়নিয়ার হয়েছেন : ২৬ বছর বয়সে।
বিলিয়নিয়ার হয়েছেন : ৩১ বছর বয়সে।
* ল্যারি পেজ : ৫ বছর সময় লেগেছে
মোট সম্পদের পরিমাণ : ৪,৭৩০ কোটি ডলার।
সম্পদের উৎস : সহ-প্রতিষ্ঠাতা, গুগল; প্রধান নির্বাহী, অ্যালফাবেট; যুক্তরাষ্ট্র।
মিলিয়নিয়ার হয়েছেন : ২৫ বছর বয়সে।
বিলিয়নিয়ার হয়েছেন : ৩০ বছর বয়সে।
* সের্গেই ব্রিন : ৫ বছর সময় লেগেছে
মোট সম্পদের পরিমাণ : ৪,৬০০ কোটি ডলার।
সম্পদের উৎস : সহ-প্রতিষ্ঠাতা, গুগল; চেয়ারম্যান, অ্যালফাবেট; যুক্তরাষ্ট্র।
মিলিয়নিয়ার হয়েছেন : ২৬ বছর বয়সে।
বিলিয়নিয়ার হয়েছেন : ৩১ বছর বয়সে।
* অ্যালিস ওয়ালটন : ৪ বছর সময় লেগেছে
মোট সম্পদের পরিমাণ : ৪,১১০ কোটি ডলার।
সম্পদের উৎস : অন্যতম মালিক, ওয়ালমার্ট; যুক্তরাষ্ট্র।
মিলিয়নিয়ার হয়েছেন : ৩৯ বছর বয়সে।
বিলিয়নিয়ার হয়েছেন : ৪৩ বছর বয়সে।
* মা হুয়াতেং : ৩ বছর সময় লেগেছে
মোট সম্পদের পরিমাণ : ৪,৪১০ কোটি ডলার।
সম্পদের উৎস : চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী, টেনসেন্ট হোল্ডিংস; চীন।
মিলিয়নিয়ার হয়েছেন : ৩৩ বছর বয়সে।
বিলিয়নিয়ার হয়েছেন : ৩৬ বছর বয়সে।
* জেফ বেজোস : ২ বছর সময় লেগেছে
মোট সম্পদের পরিমাণ : ১১,৪৪০ কোটি ডলার।
সম্পদের উৎস : প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী, আমাজন; যুক্তরাষ্ট্র।
মিলিয়নিয়ার হয়েছেন : ৩৩ বছর বয়সে।
বিলিয়নিয়ার হয়েছেন : ৩৫ বছর বয়সে।
* মার্ক জাকারবার্গ : ১ বছর সময় লেগেছে
মোট সম্পদের পরিমাণ : ৬,১১০ কোটি ডলার।
সম্পদের উৎস : সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী, ফেসবুক; যুক্তরাষ্ট্র।
মিলিয়নিয়ার হয়েছেন : ২২ বছর বয়সে।
বিলিয়নিয়ার হয়েছেন : ২৩ বছর বয়সে।
(প্রত্যেকের মোট সম্পদের পরিমাণ চলতি বছরের এপ্রিলের ৪ তারিখে ফোর্বসে প্রকাশিত রিয়েল টাইম র্যাংকিং তালিকা থেকে নেওয়া হয়েছে।)