বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে অংশ নিতে চীন যাচ্ছেন বাংলাদেশের চার সাঁতারু। দেশটির হাংজোতে শুক্রবার শুরু হয়েছে এ চ্যাম্পিয়নশিপ। চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশের ইভেন্টগুলো ১৩ ডিসেম্বর থেকে শুরু হবে।
শুক্রবার দিবাগত রাত পৌনে ১ টায় সাঁতার দলের চীনের উদ্দেশ্যে রওয়ানা দেয়ার কথা। চার সাঁতারুর মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী। ১৩ ডিসেম্বর মাহফিজুর রহমান সাগরের ৫০ মিটার ফ্রি-স্টাইল দিয়ে পুলের লড়াই শুরু হবে বাংলাদেশের সাঁতারুদের। সাগর ১০০ মিটার ফ্রি-স্টাইলে অংশ নেবেন ১৫ ডিসেম্বর।
অন্য ৩ সাঁতরু হচ্ছেন- মাহমুদুন্নবী, সোনিয়া আক্তার ও নাঈমা আক্তার। মাহমুদুন্নবী খেলবেন ৫০ ও ১০০ মিটার বাটারফ্লাইয়ে, সোনিয়া আক্তার খেলবেন ৫০ মিটার ফ্রিস্টাইল ও ৫০ মিটার বাটারফ্লাইয়ে, নাঈমা আক্তার খেলবেন ৫০ ও ১০০ মিটার ব্যাকস্ট্রোকে। চার সাঁতারুর সঙ্গে কর্মকর্তা যাচ্ছেন ২ জন মো. নাজিম উদ্দিন ও এস এম কবিরুল হাসান।