muktijoddhar kantho logo l o a d i n g

নির্বাচন

হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

যেন লড়াই করেই প্রার্থিতা ফিরিয়ে এনেছেন হিরো আলম। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে হিরো আলমের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নির্বাচন কমিশনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে দায়ের করা এক রিটের শুনানি শেষে সোমবার এ আদেশ দেন আদালত। রোববার এ রিট দায়ের করেন বগুড়ার আলোচিত হিরো আলম।

এর আগে, গত ২ ডিসেম্বর যাচাই-বাছাই করে রিটার্নিং কর্মকর্তা হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করেন। রিটার্নিং কর্মকর্তা বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ তার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করে বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ভোটারের এক শতাংশ স্বাক্ষর মনোনয়পত্র দাখিলের সময় দেয়ার বিধান রয়েছে। হিরো আলমও তা জমা দেন।

তিনি বলেন, তদন্ত করে দেখা গেছে, তার জমা দেওয়া কিছু স্বাক্ষর জাল। এ কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এরপর মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন হিরো আলম। ভোটারদের সমর্থনের স্বাক্ষরে জালিয়াতির অভিযোগে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ার পর নির্বাচন কমিশনে আপিল করেও প্রার্থিতা ফিরে পাননি তিনি।

গত ৬ ডিসেম্বর নির্বাচন কমিশন মনোনয়ন অবৈধ ঘোষণার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় হিরো আলম বলেন, ‘হিরোকে জিরো বানানো এত সহজ নয়, এত সহজে মাঠ ছেড়ে যাচ্ছি না। আমি উচ্চ আদালতে আপিল করবো।’

স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র বাতিলের প্রতিবাদে তীয় প্রেস ক্লাবে স্বতন্ত্র এমপি প্রার্থী ঐক্য পরিষদ এর ব্যানারে এক সভায় এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন হিরো আলম।

তখন তিনি বলেন, বর্তমানে জনগণ আওয়ামী লীগ-বিএনপি সরকার হবে তা চায় না। দুইটা দলের একটাকেও কেউ চায় না। তারা চাইছে স্বতন্ত্র প্রার্থীকে। সরকার পরিকল্পিতভাবে এমন আইন করছে যাতে স্বতন্ত্র প্রার্থী না আসতে পারে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে জাতীয় পার্টি থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেও হিরো আলম পরবর্তীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

Tags: