আজ ১২ ডিসেম্বর বুধবার কিশোরগঞ্জ রাকুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহযোগি শিক্ষা প্রতিষ্ঠান সুইড প্রতিবন্ধী স্কুল পরিদর্শন করতে যান জেলা পরিষদের প্রধান নির্বাহী শিবির বিচিত্র বড়ুয়া। এছাড়াও উপস্থিত ছিলেন এ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, স্কুল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মায়া ভৌমিক, বিশিষ্ট শিক্ষাবিদ খালেদা আক্তার (বড় আপা) সহ প্রতিবন্ধীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। স্কুল পরিদর্শন শেষে জেলা পরিষদের প্রধান নির্বাহী জানান, কিশোরগঞ্জ জেলায় একটি মাত্র সুইড প্রতিবন্ধী স্কুল হওয়ায় এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা পরিষদ স্কুলটিকে সর্বাত্মক সহযোগিতা করতে আগ্রহী। ইতোমধ্যে আমরা স্কুলটির ভালো স্থান ও সরকারিকরণ বিষয় নিয়ে জাতীয় শিক্ষা পরিচালনা অধিদপ্তরে যোগাযোগ করে আসছে জেলা প্রশাসক। আমরা সারা বাংলাদেশের ন্যায় কিশোরগঞ্জ জেলায় এই প্রতিষ্ঠানকে একটি বিশেষ চাহিদাসম্পন্ন স্কুল প্রতিষ্ঠা করতে পারব। জেলা পরিষদের পক্ষ থেকে স্কুলের জন্য একটি বিশেষ বরাদ্দের কথা অবহিত করেন এই পরিদর্শক।