কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০১৮ উপলক্ষে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারী কলেজের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন নাহার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ-সচিব তরফদার মোঃ আক্তার জামীল।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল ইসলাম সোপান ও ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক নির্বাচন অফিসার মোঃ আলীমুজ্জামান, তাড়াইল থানার অফিসার ইনচার্জ চৌধুরী মিজানুজ্জামান, তাড়াইল উপজেলা নির্বাচন অফিসার সজন চন্দ্র সরকার প্রমুখ। উক্ত কর্মশালায় ৪৭৯ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়।