আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রেজওয়ান আহাম্মদ তৌফিকের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেছে কিশোরগঞ্জ জেলা আওয়ামী যুবলীগ।
আজ শুক্রবার জেলা যুবলীগেরর ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট মীর আমিনুল ইসলাম সোহেলে এর নেতৃত্বে স্থানীয় আওয়ামীলীগসহ অঙ্গসংগঠনের নেতা কর্মীদের সঙ্গে নিয়ে সকাল থেকে রায়টুটি ইউনিয়নের উত্তর রাজি, দক্ষিন রাজি, কানলা বাজার, গড়া বাজার, পাথারকান্দি, পৈন্দালং ও শান্তপুর মোড়ে নৌকা মার্কার পক্ষে হ্যান্ডবিল, লিফলেট ও পোস্টার বিতরণ করে সকলের কাছে নৌকার জন্য ভোট প্রার্থনা করেন।
পরে তিনি বিকাল ৩টায় রায়টুটি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মনোয়ার হোসেন খাঁন মিল্কী (বাক্কী) এর সৌজন্যে রাজি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও সন্ধ্যায় রায়টুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেন।
এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট শহিদুল ইসলাম হুমায়ুন, ইটনা উপজেলা চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, জেলা পরিষদের সদস্য কাউসার হোসেন খাঁন মিল্কী, জেলা যুবলীগ সদস্য লিমন চৌধুরী, ইটনা উপজেলা আ-লীগের সাংগঠনি সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, বাদলা ইউপি চেয়ারম্যান এম এ গণি, বড়িবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ ভূঁইয়া, করিমগঞ্জ উপজেলা যুবলীগ নেতা আরিফুর রহমান শাহনূর, করিমগঞ্জ উপজেলা যুবলীগ নেতা ওমর ফারুক, রায়টুটি ইউপি আ-লীগের সাধারণ সম্পাদক হাদিস উদ্দিন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া, রায়টুটি ইউপি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আলী রাজি প্রমূখ।
সভায় বক্তারা বিগত দিনে আওয়ামীলীগ সরকার ও বর্তমান সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিকের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে উন্নয়নের ধারাবাহিকতাকে ধরে রাখতে সবাইকে আবারো নৌকা মার্কায় ভোট দিতে আহবান করেন।
উল্লেখ্য যে, সারা দেশে বর্তমান সরকারের অভূতপূর্ব উন্নয়নের প্রতি কৃতজ্ঞতা রেখে ও আগামীতে শেখ হাসিনা সরকারের উন্নয়নের মহোৎসবে অংশীদার হতে রায়টুটি ইউনিয়নের কয়েক শতাধিক বিএনপির নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেন।