উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৭ তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে রবিবার সুর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সুচনা ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারী কলেজ মাঠের কেন্দ্রিয় শহীদ মিনারের বেধীতে শহীদদের প্রতি পুস্পস্তবক অর্পন করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। সকালে উপজেলা পরিষদ মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী কুচকাওয়াজ, ড্রিসপ্লে প্রদর্শন করে। পরে পরিষদ চত্বরে জাতীর শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার কে প্রশাসনের পক্ষ থেকে ফুল মিষ্টি দিয়ে গন সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মশিউর রহমান খানের সভাপতিত্বে শুরু আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, ইটনা থানার অফিসার ইনচার্জ মুর্শেদ জামান বিপিএম, রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারী কলেজের অধ্যক্ষ ইসলাম উদ্দিন, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদা আক্তার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম ঠাকুর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস ছাত্তার, কবি ও সাহিত্যিক মুক্তিযোদ্ধা রওশন আলী রুশো প্রমুখ। অনুষ্টানের সঞ্চালনায় ছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারী কলেজের প্রভাষক জসিম উদ্দিন। সন্ধায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।