একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে কটিয়াদিতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর ২০১৮ তারিখ বুধবার দিনব্যাপী কটিয়াদি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে কটিয়াদি উপজেলার বিভিন্ন কেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত ভোটগ্রহণ কর্মকর্তারা এ প্রশিক্ষণে অংশ নেন।উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ইসরাত জাহান কেয়া এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ব্রিফ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো: আক্তার জামীল। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শফিকুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার তাজুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলী, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব তানিয়া শারমিন, অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) আরাফাতুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসারসহ র্নিবাচনের দায়িত্বে থাকা অন্যান্য কর্মকর্তাবৃন্দ।