muktijoddhar kantho logo l o a d i n g

তথ্য প্রযুক্তি

গুজব ছড়ানোর অভিযোগে ৯ পেজ ও ৬ অ্যাকাউন্ট বন্ধ করল ফেসবুক

গুজব ছড়ানোর অভিযোগে নয়টি পেজ ও ছয়টি অ্যাকাউন্ট বন্ধ করেছে ফেসবুক। বৃহস্পতিবার সন্ধ্যায় ফেসবুক এ তথ্য জানিয়েছে।

বন্ধ হওয়া পেজগুলোর মধ্যে বিডিনিউজ ও বিবিসি বাংলার ফেক পেজও রয়েছে।

তবে কোন ছয়টি ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করেছে সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি ফেসবুক কর্তৃপক্ষ।

বন্ধ হওয়া একটি ফেসবুক পেজে প্রায় ১১ হাজার ফলোয়ার ছিল এবং ওই পেজটি থেকে গত এক বছরে প্রায় ৮০০ ডলার বিজ্ঞাপন বাবদ খরচ করা হয়।

Tags: