ভৈরব-কুলিয়ারচর দুই উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ – ৬ সংসদীয় আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ন-আহবায়ক ও ভৈরব উপজেলা শাখার সাধারন সম্পাদক ভৈরবের বিশিষ্ট ব্যবসায়ী ও তরুন সমাজ সেবক হাজী মোহাম্মদ রুবেল হোসেন দু’উপজেলার নেতা কর্মীদের সাথে নিয়ে নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়ন ও পৌর শহরে ব্যাপক গণসংযোগ, উঠান বৈঠক, কর্মী সমাবেশ ও পথসভার মাধ্যমে প্রচার প্রচারণা করে ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরে মোমবাতি প্রতীকে ভোট চষে বেড়াচ্ছেন।
এরই অংশ হিসেবে শনিবার (২২ ডিসেম্বর) প্রচন্ড শীত উপেক্ষা করে কাক ডাকা ভোর হতে কুলিয়ারচর উপজেলার আগরপুর বাসস্ট্যান্ড থেকে গণসংযোগ শুরু করে রামদী ইউনিয়নের বিভিন্ন হাটবাজারে ধর্ম- বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীপেশার মানুষের সঙ্গে হাতে হাত, বুকে বুক মিলিয়ে কোশল বিনিময়ের মাধ্যমে সকলের দোয়া ও মোমবাতি মার্কায় ভোট চেয়ে বেড়ান।
গণসংযোগ কালে তার সাথে ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ভৈরব উপজেলা শাখার সভাপতি পীরে তরিকত মাওঃ খন্দকার দীন ইসলাম ও অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মাসুদ হোসাইন, মোহাম্মাদ শাহরিয়ার, মোহাম্মদ সিয়াম, মোহাম্মদ অনিক, মোহাম্মদ মোবারক সহ দলীয় নেতৃবৃন্দ।