রবিবার বিকেলে কিশোরগঞ্জ রাইফেলস ক্লাব পরিদর্শন করেছেন অতিঃ জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আব্দুল্লাহ আল মাসউদ। এসময় রাইফেলস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবা আক্তার রিপাসহ ক্লাবের কীর্তিমান খেলোয়ারগণ উপস্থিত ছিলেন।
জানা গেছে, কিশোরগঞ্জের এগার জন খেলোয়ার ক্লাবের ভাবমূর্তি উজ্জল করে বিভিন্ন পুরস্কার অর্জন করেছে। এর মধ্যে বাংলাদেশ যুব গেমসে প্রথম স্থান অর্জন করেছে সাকিবুল আলম আল-আমিন, বিকেএসপি তৃণমুল কাপ শুটিং প্রতিযোগিতায় ম্যাচ এয়ার পিস্তল এ রৌপ্য পদক পেয়েছে নুরুজ্জামান হিসান। আন্তঃক্লাব শুটিং প্রতিযোগিতায় ৪র্থ স্থান অর্জন করেছে নওশীন তাসমীন ইফা, আন্তঃক্লাব শুটিং প্রতিযোগিতায় ৮ম স্থান অধিকার করেছে ইবয়াত মাহমুদ জিসা, আন্তঃক্লাব শুটিং প্রতিযোগিতায় ১৭৭ ওপেন সাইড এ ১৮তম স্থান অধিকার করেছে মারিয়া কিবতিয়া, ১৪তম স্থান অর্জন করেছে আকিক মাহবুব, ১৯তম হয়েছে মাইসান সাইদ লামিম, আন্তঃক্লাব শুটিং প্রতিযোগিতায় ম্যাচ এয়ার পিস্তল
প্রতিযোগিতায় ৬ষ্ট স্থান লাভ করেছে ইফতেখার আলম পিয়াল, ইয়ূথ শূটিং চ্যাম্পিয়নশীপ ১৭ তম স্থান
লাভ করেছে রাইসা আমিন শৈলী, বাংলাদেশ যুব গেমসে ৬ষ্টতম স্থান অজর্ন করেছে ইবনাত আফিয়া ইমু, আন্তঃক্লাব শূটিং প্রতিযোগিতায় ১৯তম স্থান অজর্ন করেছে আনন্দ শেঠ।
এসময় রাইফেলস ক্লাবের যুগ্ম সম্পাদক হাবিবা আক্তার রিপা সদর উপজেলায় একটি দৃশ্যমান স্থান প্রদানের জন্য জেলা প্রশাসনের কাছে দাবি জানিয়েছিলাম। এরই ফলশ্রুতিতে এডিসি শিক্ষা ও আইসিটি স্যার পরিদর্শনে আসেন। এ বিষয়ে তিনি আমাদেরকে আশ্বস্থ করেছেন।