একাদশ জাতীয় সংসদ নির্বাচন সাধারণ ভোটারগণ যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার নিশ্চয়তায় আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ, বিজিবি এবং পুলিশ কর্তৃক বুধবার (২৬ ডিসেম্বর) সারাদিন ব্যাপী সকল উপজেলার আঞ্চলিক মহাসড়কে বিশাল মহড়া অনুষ্ঠিত হয়।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ এর অধিনায়ক মেজর মোহাম্মদ রেজাউল করিম, পিএসসি এর নেতৃতে¦ ওই মহড়ায় শতাধিক র্যাব সদস্য অংশ নেন।
র্যাব, বিজিবি এবং পুলিশের ওই মহড়াকে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছে। আইন-শৃংখলা বাহিনী ভোটকেন্দ্রসহ রাস্তার অলিগলিতে সক্রিয় ভূমিকা পালন করলে সাধারণ ভোটারগণ নির্বিঘ্নে ভোট দিতে পারবে বলে তারা আশা করছেন।
এছাড়া র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ কর্তৃক কিশোরগঞ্জ এবং নেত্রকোনা জেলার বিভিন্ন স্থানে চেক পোষ্ট স্থাপন সহ আবাসিক হোটেলগুলোতে সার্বক্ষণিক নজরদারী অব্যহত রয়েছে বলে জানিয়েছেন অধিনায়ক মেজর মোহাম্মদ রেজাউল করিম।