স্পোর্টস ডেস্কঃ আইসিসি র্যাঙ্কিংয়ে বোলিং ক্যাটাগরিতে ‘লাফ’ দিয়ে উপরে উঠে এসেছেন মুস্তাফিজুর রহমান।
সর্বশেষ প্রকাশিত আইসিসি র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি উন্নতি ঘটেছে সাতক্ষীরার এই পেসারের। বাহাতি এই পেসার র্যাঙ্কিংয়ে ২৫ ধাপ এগিয়ে ৪১তম স্থানে উঠে এসেছেন। তার পয়েন্ট ৫০২।
মাত্র ৯ ম্যাচে ২৬ উইকেট নেওয়া মুস্তাফিজ বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয়বারের মত এক ইনিংসে পাঁচ উইকেট নেন।
এদিকে সাকিব আল হাসানের অবনমন হয়েছে। ৬৯৯ পয়েন্ট নিয়ে সাকিবের অবস্থান চারে। শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের সুনিল নারিন। এরপরই আছেন মিচেল স্টার্ক ও নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট।
ব্যাটসম্যানদের তালিকায় মুস্তাফিজের মত ‘লাফ’ দিয়েছেন ইমরুল কায়েস। ১৬ ধাপ এগিয়ে ইমরুলের অবস্থান এখন ৯৮তম স্থানে। সৌম্যর ইনজুরিতে সুযোগ পেয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ইমরুল দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে করেন ৭৬ ও ৭৩।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে নিজের শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। নাসির এগিয়ে এসেছেন ছয় ধাপ। ১৪তম স্থানে আছেন ডানহাতি এই অলরাউন্ডার।