জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে শেষ বারের মত দেখানোর জন্য আগামীকাল (রবিবার) দুপুর ১২টায় তার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জে আনা হচ্ছে। এ উপলক্ষে কিশোরগঞ্জ কালেক্টরেট সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল।
এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. কামরুল আহসান শাহজাহান, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান, পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ (বিপিএম), সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ-আল-মাসউদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দুলাল চন্দ্র সূত্রধর, জিপি বিজয় শংকর রায়, পিপি শাহ আজিজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আনোয়ার, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আসাদ উল্লাহ, এডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফ আলী খান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক বিলকিছ বেগম অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভার শুরুতে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
এছাড়াও ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে তাঁর ২য় নামাযে জানাযা অনুষ্ঠিত হবে। পরে সর্ব সাধারণ শেষবারের মত শ্রদ্ধা জ্ঞাপন করবেন এবং কিশোরগঞ্জ থেকে হেলিকপ্টার যোগে ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠে ৩য় জানাযা অনুষ্ঠিত হবে।