স্পোর্টস ডেস্কঃ চলতি বছরে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় চমকের নাম মুস্তাফিজুর রহমান। মাত্র ৯ ওয়ানডেতে ২৬ উইকেট নিয়ে মুস্তাফিজ নিজের জাত চিনিয়েছেন।গতি, বাউন্স, কাটার, স্লোয়ার সব মিলিয়ে বিস্ময়ের এক নাম মুস্তাফিজ।
সাতক্ষীরার এই তারকা মাত্র নয় ম্যাচে তিনবার পাঁচ উইকেট পেয়েছেন। ভারতের বিপক্ষে পরপর দুই ম্যাচে পাঁচ বা তার বেশি উইকেট পাওয়ার পর বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে মুস্তাফিজ পাঁচ উইকেটের স্বাদ নেন।
ম্যাচ শেষে তামিম ইকবাল মুস্তাফিজ সম্পর্কে বলেন, ‘মুস্তাফিজকে খেলা কঠিনই না। ওকে খেলা অসম্ভব। নতুন কেউ সহজে মুস্তাফিজের বল খেলতে পারবে না। হয়তবা অনেক ব্যাটিং করে কিংবা অনেকদিন খেলার পর ওর সম্পর্কে একটা ধারণা হবে।’
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচে আট উইকেট পেয়েছেন মুস্তাফিজ।তামিম জানান তামিম নিজেও মুস্তাফিজের বল খেলতে বেগ পেতে হয়েছে।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন, ‘নেটে ওকে আমি বেশি খেলিনি। দুই-একবার ওকে খেলেছি। ও খুব চালাক। সামনে বিপিএল আছে। নেটে তাই স্লোয়ার দেয় না।’