স্বদেশ প্রত্যাবর্তন
এস. এম বিল্লাল
জাতির জনক বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান
তোমার তরে স্বাধীনতা
তোমার কৃতী বহমান।
সাড়ে সাত কোটি বাংগালী
আর জাতীয় চার নেতা
তোমার নির্দেশ পালন করে
হয়েছিল স্বাধীন চেতা।
রক্তক্ষয়ী যুদ্ধ চলল
সাড়ে নয়টি মাস
স্বাধীনতা আসবেই একদিন
তুমি দিয়েছিলে বিশ্বাস।
ত্রিশলক্ষ শহীদ আর
দুই লক্ষ ইজ্জত
বিনিময়ে রচিত হলো
বিজয়ী জাতির ভবিষ্যত।
ষোল ডিসেম্বর বিজয়ের নিশান
তুমি ছিলে না, স্বাধীনতার আনন্দ
তাই পূর্ণতা পেলো না।
তোমার স্বদেশ প্রত্যাবর্তন
দিয়েছিলো মুক্তির পূর্ণ স্বাদ
হেসেছিলো সংগ্রামী জনতা
ভুলে গিয়ে সমস্ত অবসাদ।
Tags: