muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

আবারও ভ্রমণের ওপর উচ্চ সতর্কতা জারি করেছে অস্ট্রেলিয়ার

rab
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ বাংলাদেশে আবারও নতুন করে ভ্রমণের ওপর উচ্চ মাত্রার সতর্কতা জারি করেছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া সরকারের ‘ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড’ শুক্রবার এই সতর্কতা জারি করেছে।

আগামী ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচকে সামনে রেখে এ সতর্কতা জারি করা হলো।

সর্ব শেষ এ সতর্কবার্তায় বলা হয়, ফুটবল খেলা উপলক্ষে যেসব অস্ট্রেলীয় উপস্থিত থাকবেন, তাদের বাংলাদেশে সন্ত্রাসী হামলার উচ্চমাত্রার ঝুঁকির বিষয়ে সচেতন থাকা উচিত। এছাড়া ঝুঁকি নিরসনে সক্রিয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।
এতে অস্ট্রেলীয়দের রাতে ঘুরাঘুরি থেকে বিরত থাকা, কেবল যানবাহনে চলাফেলা করা এবং বার, হোটেল ও পশ্চিমারা যেসব স্থান ও অনুষ্ঠানে নিয়মিত যাতায়াত করেন, সেসব স্থানসহ বিভিন্ন পাবলিক প্লেসে যাতায়াত সীমিত রাখতে পরামর্শ দেয়া হয়।
নতুন এ সতর্কবার্তায় অস্ট্রেলীয় নাগরিকদের উদ্দেশ্যে আরও বলা হয়, সতর্কতার মাত্রা পরিবর্তন হয়নি। বাংলাদেশে আপনাদের উচ্চমাত্রার সতর্কতা চর্চা করা উচিত।

Tags: