muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাচনে আলোচনার শীর্ষে মামুন

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সরব হয়ে উঠেছে কিশোরগঞ্জ সদর উপজেলার রাজনৈতিক অঙ্গণ। সদর উপজেলার গ্রাম থেকে শহর, উচ্চ থেকে নিম্নবিত্ত, দোকানী ও ক্রেতা সর্বত্রই চলছে আলোচনা, জমে উঠছে চায়ের দোকানে মিশ্র রাজনৈতিক আলোচনার ঝড়। জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই আবার সর্বত্রই আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে আগামী উপজেলা নির্বাচনের দলীয় মনোনয়ন প্রত্যাশী রাজনৈতিক নেতা কর্মীদের নিয়ে। বিশেষ করে এবার সদর উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগ থেকে কে হচ্ছেন দলীয় প্রার্থী? এ নিয়ে চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্র চলছে জল্পনা কল্পনা। সেই সাথে চলছে রাজনৈতিক মহলে নানা হিসাব নিকাশ ও যোগ বিয়োগের খেলা। নির্বাচন কমিশনের দেওয়া ভাষ্য মতে, আগামী ফেব্রুয়ারি মাসে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা থাকলেও, এই নিয়ে সারা দেশের মতো কিশোরগঞ্জ সদর উপজেলাতেও সম্ভাব্য প্রার্থীরা শুরু করেছেন নিজেদের প্রচার প্রচারণা। সম্ভাব্য প্রার্থীদের সমর্থকেরা বিভিন্ন সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন যার যার মতো করে। কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ক্লিন ইমেজখ্যাত উপজেলার সুপরিচিত ভাইস চেয়ারম্যান মামুন আল মাসুদ খান। তিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের সঠিকভাবে দ্বায়িত্ব পালনের পাশাপাশি দলীয় কর্মকাণ্ডের উপর সক্রিয় ভূমিকা রেখেও এলাকায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক অঙ্গণে ব্যাপক অগ্রণী ভূমিকা চলমান রেখেছেন। মামুন আল মাসুদ খান বিআরডিবি (ইউসিসিএ লিঃ) চেয়াম্যান হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। তিনি নীলগঞ্জ মাইজখাপন হাজী মোমতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজর সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। রাজনৈতিক জীবনে ১৯৯৫/৯৬ সনে কিশোরগঞ্জ গুরুদয়াল ডিগ্রী কলেজে ছাত্র সংসদে নাট্য সম্পাদক, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা ছাত্রলীগের সভাপতির দ্বায়িত্ব পালন করেছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন এই ভাইস চেয়ারম্যান। রাজনৈতিক সূত্রগুলো বলছে, মামুন আল মাসুদ খান উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হলে স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে সমাজ ও দেশের উন্নয়ন, ডিজিটাল বাংলাদেশের সাথে তাল মিলিয়ে একটি পরিচ্ছন্ন উপজেলা গঠনে কিশোরগঞ্জ উপজেলাবাসী তার পক্ষে রায় দিবেন। মামুন বলেন, আমি দীর্ঘদিন ধরে ছাত্রলীগ ও আওয়ামীলিগের সাথে
প্রত্যক্ষভাবে যুক্ত আছি। আওয়ামী লীগের উন্নয়ন তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে আমি দলের প্রার্থীতা আশাকরি। আমার একটাই লক্ষ্য, বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে এবং শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে কাজ করে কিশোরগঞ্জ সদর উপজেলাকে উন্নয়নে কিছু দৃষ্টান্তমূলক অবদান রাখা। আলোকিত একটা উপজেলা গঠনে আমি কাজ করতে চাই। কেবল নির্বাচনকে সামনে রেখে নয়, দীর্ঘদিন আমি উপজেলা ভাইস চেয়ারম্যান থেকেও সদর উপজেলার বিভিন্ন সামাজিক ও উন্নয়নে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করছি। কাজ করতে গিয়ে আমার মনে হয়েছে কেবল ভাইস চেয়ারম্যান হয়ে সাধারণ জনগনের ভাগ্য উন্নয়ন করা সম্ভব নয়। এজন্য আমি আমার পুর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়ে বড় পরিসরে তাদের উন্নয়ন করতে চাই। এজন্য তিনি সকল মহলের সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।

Tags: