গপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মৌলিক “সাক্ষরতা অর্জন করি-দক্ষ হয়ে জীবন গড়ি” স্লোগানে সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা) এর সামাজিক উদ্ধুব্ধ করনের অংশ হিসেবে ইউনিয়ন ভিত্তিক শিক্ষার্থীদের গণ জমায়েত উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে, বন্ধন সোসাইটি এনজিও’র বাস্তবায়নে সোমবার সকালে উপজেলা পরিষদের হলরুমে সদর ইনিয়নের গণ জমায়েত অনুষ্ঠিত হয়। উপজেলা প্রোগ্রাম অফিসার মিলি আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার আলহাজ্ব মোঃ জামাল উদ্দিন, অন্যদের মধ্যে বক্তব্য দেন সমবায় কর্মকর্তা নাজমুল আলম ভূইয়া, বন্ধন সোসাইটির অফিস সহকারী আলমগীর হোসেন, সুপার ভাইজার আজমাইন রাসেল, রফিকুল ইসলাম রিংকু, শিক্ষক সনজিত সাহা প্রমুখ।