কিশোরগঞ্জের তাড়াইলে দুরন্ত শিশু শিক্ষা একাডেমিতে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
জানা যায়, ২৯ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার রাউতি ইউনিয়নের বানাইল গ্রামে অবস্থিত ‘দুরন্ত শিশু শিক্ষা একাডেমি’ প্রাঙ্গণে এই মা সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশের মূল বিষয় ছিল ফাষ্টফুড ও জাঙ্কফুড শিশুদের খাদ্য তালিকা থেকে বাদ দেওয়া।আগত মায়েদের এক উন্মুক্ত আলোচনায় সকলেই সিদ্ধান্ত নেন বাড়ির খাবারের বিকল্প নেই।শিশুদের পুষ্টি সমৃদ্ধ খাবার বাড়িতেই তৈরি করা হবে।ফাষ্টফুড ও জাঙ্কফুভে নিরুৎসাহিত করার জন্য সবাইকে আহ্বান জানান দুরন্ত শিশু শিক্ষা একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক আফজাল হোসেন আজম ।
মা সমাবেশে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের এস এম সি সভাপতি অবসরপ্রাপ্ত পুলিশের বিশেষ কর্মকর্তা জনাব আঃ মান্নান।দুরন্ত শিশু শিক্ষা একাডেমি ২০০৬ সালের ১৪ ডিসেম্বরে প্রতিষ্ঠা করেন শিশু সাহিত্যিক ও কথাশিল্পী আফজাল হোসেন আজম।প্রতিষ্ঠালগ্ন থেকেই অত্র প্রতিষ্ঠানটি উপজেলায় ভালো ফলাফল করে আসছে ।উক্ত প্রতিষ্ঠানে বর্তমানে দুইশত ত্রিশ জন শিক্ষার্থী আছে।প্লে থেকে ৫ম শ্রেণী পর্যন্ত পাঠদানকরা দুরন্ত শিশু শিক্ষা একাডেমিতে মোট শিক্ষক ও কর্মচারি আছেন ১২ জন। প্রতিটি শ্রেনিতে ২৫ জন শিক্ষার্থী বাছাই করে নেওয়া হয়।আজকের মা সমাবেশের বাইরে অত্র প্রতিষ্ঠানে সরকারি সিলেবাস ও পাঠ্যপুস্তক ছাড়া অন্য কোন বই পড়ানো নিরুৎসাহিত করা হয়।
মা সমাবেশে প্রায় ১শত পঞ্চাশ জন মা অংশ নেন ।আগত অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন রাউতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন তারেক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।