মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ ফ্রান্সের রাজধানী প্যারিসে সিরিজ হামলায় ১২৮ জন নিহতের প্রেক্ষাপটে সেখানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস হটলাইন চালু করেছে।
ফলে উদ্ভূত পরিস্থিতিতে ফ্রান্সে অবস্থিত বাংলাদেশী নাগরিক এবং বাংলাদেশে থাকা তাদের আত্মীয়-স্বজন দূতাবাসের সঙ্গে ফোনে সরাসরি যোগাযোগ করতে পারবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপরিচালক (মিডিয়া) মোহাম্মাদ কামরুজ্জামান ভুইয়ার বরাত দিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে। হটলাইনের জন্য যে টেলিফোন নম্বর দেওয়া হয়েছে তা হল +৩৩১৪৬৫১৯০৩৩। এ ছাড়া তথ্য জানার জন্য আরও দুটি নম্বরে যোগাযোগ করা যাবে বলে উল্লেখ করা হয়েছে। এ দুটি নম্বর হল- ১. টি এম রেজা- +৩৩৬৫১৩৬০২২২ এবং ২. +৩৩৬১৪৪৯৭০৯৫।