muktijoddhar kantho logo l o a d i n g

কুলিয়ারচর

কুলিয়ারচরে ৫ টাকার জন্য এসএসসি পরীক্ষার্থীনীকে মারধর

কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক কাপ চা খেয়ে চায়ের মূল্য ৫ টাকা পরিশোধ করতে বিলম্ব করায় চা দোকানদারের আক্রমনে এক এসএসসি পরীক্ষার্থীনী এবং তার বাবা ও ভাই আহত হয়েছে।

জানা যায়, গত শনিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ডুমরাকান্দা এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে বাবুল মিয়ার চায়ের দোকানে তার নিকট প্রতিবেশী স্থানীয় রাজমিস্ত্রী বাচ্চু মিয়া এক কাপ চা খেয়ে পরে বিল পরিশোধ করবে বলে বাড়ি চলে যায়। সন্ধ্যায় বিল পরিশোধ না করায় চায়ের দোকানদার বাবুল মিয়া সহ তার সহযোগি মনির মিয়া ও আক্তার মিয়া মিলে ওই রাজমিস্ত্রীর বাড়িতে প্রবেশ করে রাজমিস্ত্রীর উপর অতর্কীত ভাবে আক্রমন করে চা এর বকেয়া মূল্য ৫ টাকার জন্য মারধর করতে থাকে। বাবাকে মারধর করতে দেখে ওই রাজমিস্ত্রীর মেয়ে এসএসসি পরীক্ষার্থীনী মোছাঃ সুরমা আক্তার ও তার বড় ভাই কলেজ ছাত্র বাহাদুর এগিয়ে গেলে তাদেরকেও মারধর করে আহত করে। পরে ওইদিন রাত ৮টার দিকে আহত পরীক্ষার্থীনী সুরমা আক্তার কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজের কাছে গিয়ে বিচার দাবী করে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ছাত্রীর নিকট থেকে বিস্তারিত শুনে চিকিৎসার জন্য তাদেরকে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এ নিয়ে মামলার প্রক্রিয়া চলছে বলে আহত পরীক্ষার্থীনী সুরমা আক্তারের পরিবার সূত্রে জানা যায়।

Tags: