muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জে উপ-সহকারী কৃষি অফিসার আজিজুল হকের দাফন সম্পন্ন

কিশোরগঞ্জ সদর উপজেলার উপ সহকারী কৃষি অফিসার মো: আজিজুল হক বাচ্চু মিয়ার জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। সোমাবার বাদ যোহর সদর উপজেলার মহিনন্দ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামজ শেষে তার লাশ চরপাড়াস্থ গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজার নামাজে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ শফিকুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, মহিনন্দ ইউপি চেয়ারম্যান মোঃ মনসুর আলী, সাবেক চেয়ারম্যান মোঃ সাদেকুর রহমান সাদেক, মোঃ লিয়াকত আলী, মোঃ নুরুল হুদা, মহিনন্দ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক এজিএস আব্দুস সাত্তার, বিএনপি নেতা শহিদুল ইসলাম কাকন, আলমগীর নগর সিটির সত্বাধিকারী মোঃ শফিকুল ইসলাম শিবলু, মহিনন্দ ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, বিএনপি নেতা সালাহ উদ্দিন বাচ্চু, সুরাটি ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল কদ্দুস, মাওলানা মুফতি ইব্রাহিম খলিল, কিশোরগঞ্জ কৃষি ডিপ্লোমা ইন্সিটিটিউটের সভাপতি আজিজুল ইসলাম, কিশোরগঞ্জ আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক মোঃ আবু বকর সিদ্দিক, প্রভাষক আবুল হাসেম, সমাজসেবক মোঃ ফিরোজ উদ্দিন ভূঞা, কিশোরগঞ্জ পল্লী বিদুৎ সমিতির সাবেক সভাপতি সাদেকুর রহমান, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সভাপতি মোঃ আমিনুল হক সাদী, মহিনন্দ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোঃ শাহ আলমসহ শহ¯্রাধিক মুসুল্লিগণ। উল্লেখ্য: কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিউয়নের চরপাড়ার কৃতি সন্তান উপসহকারী কৃষি অফিসার মো: আজিুজল হক বাচ্চু মিয়া (৬০) গত রবিবার হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যকালে তিনি স্ত্রী, ২ ছেলে ২মেয়েসহ অসংখ্য আতœীয় স্বজন ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।

Tags: