পরিমাপে কম হওয়ায় ইট ভাটাকে ও মেয়াদ উত্তীর্ণ ঔষদ রাখায় কিশোরগঞ্জের কটিয়াদিতে ৪ ফেব্রুয়ারি সোমবার ১২ টা থেকে আড়াইটা পর্যন্ত কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলা সদরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কিশোরগঞ্জ কতৃক বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে ।
এ সময় আদর্শ আকার থেকে ছোট মাপের ইট তৈরির কারণে মেসার্স এইচ.বি.এস.ব্রিকসকে ৪০,০০০/=এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে মীরা ফার্মেসিকে ৫,০০০/=,জনপ্রিয় ফার্মেসিকে ৩,০০০/=,স্বপ্না মেডিক্যাল হলকে ৩,০০০/= এবং প্রিয় মেডিসিন কর্ণারকে ৩,০০০/- টাকাসহ মোট ৫৪,০০০/-(চুয়ান্ন) হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
এ সময় জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ ঔষধ স্পটে ধ্বংস করা হয়েছে । জেলা পুলিশ, কিশোরগঞ্জ এর সহযোগিতায় এই তদারকি কার্যক্রম পরিচালনা করা হয় এবং অভিযানে কটিয়াদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক জনাব মোঃ মনিরুজ্জামান মনির ও মোঃ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অফিসার জানান, জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে।