একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মঙ্গলবার বিকেলে যোগ দিয়েছেন নড়াইল-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
স্যুট-কোট পরিহিত মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের সঙ্গে সংসদে আসেন। এসেই সংসদনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পেছনে ৭ নম্বর সারিতে নিজের আসনে বসেন মাশরাফি। এ সময় আশপাশের সংসদ সদস্যদের মধ্যে কৌতূহল দেখা দেয়। কয়েকজন তার সঙ্গে কথাও বলেন।
এদিকে, মাশরাফি বিন মর্তুজা যখন সংসদকক্ষে প্রবেশ করেন তখন মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর চলছিল। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।