muktijoddhar kantho logo l o a d i n g

ক্যাম্পাস

র‌্যাগ : বহিষ্কৃত ৬ শিক্ষার্থীর বিরুদ্ধে আইসিটি আইনে মামলা

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) দুই ছাত্রকে র‌্যাগিংয়ের অপরাধে অবশেষে ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়েছে। গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর ড. নাজমুল হক বাদী হয়ে গোপালগঞ্জ থানায় তথ্য প্রযুক্তি আইনের ২৯ ধারা ও দণ্ডবিধির ৩৪২ ও ৫০৬ ধারায় এ মামলা দায়ের করেন।

এর আগে সোমবার র‌্যাগিংয়ের অপরাধে প্রক্টরিয়াল বডির এক সভায় ওই ৬ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ছাত্র শিপন আহমেদ, শাহীন মিয়া, হৃদয় কুমার ধর, তূর্য হালদার ও আশিকুজ্জামান খান লিমনকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।

উল্লেখ্য, শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের প্রথম বর্ষের ছাত্র মো. রাজেশ হোসেন শিথিল ও মাহামুদ আল হাসানকে ক্যাম্পাসের বাইরে গোবরা গ্রামের একটি মেসে নিয়ে র‌্যাগ দেন ওই ছয় শিক্ষার্থী।

Tags: