muktijoddhar kantho logo l o a d i n g

তথ্য প্রযুক্তি

দেড় হাজারের বেশি পর্নো ও জুয়ার ওয়েবসাইট বন্ধ

দেড় হাজারের বেশি পর্নো ও জুয়ার ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত দুই সপ্তাহে এসব সাইট বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সোশ্যাল মিডিয়া মনিটরিং টিমের এডিসি নাজমুল ইসলাম।

সোমবার (১১ ফেব্রুয়ারি) তিনি বলেন, ‘মাননীয় মন্ত্রী মোস্তাফা জব্বার স্যারের তত্ত্বাবধানে বাংলাদেশ পুলিশের সব সাইবার ইউনিট, র‌্যাব, বিটিআরসি, এনটিএমসি ও এটুআই-এর অংশগ্রহণে সামাজিক অবক্ষয় সৃষ্টিকারী পনোসাইট ও জুয়ার সাইট ব্লক করার চেষ্টা চলছে। এ পর্যন্ত ১৫ শতাধিক এই ঘরানার সাইট ব্লক করা হয়েছে।’ সবাইকে এ ব্যাপারে তথ্য দিয়ে সহযোগিতা করারও আহ্বান জানান এই পুলিশ কর্মকর্তা।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ২৪৪টি ওয়েবসাইট (ডোমেইন ও লিংক) বন্ধের নির্দেশ দেয়। বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিস বিভাগ থেকে দেশের সব আইআইজিকে (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) এসব সাইট বন্ধের নির্দেশ দেওয়া হয়। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

Tags: