muktijoddhar kantho logo l o a d i n g

কটিয়াদী

অগ্রণী ব্যাংক লিঃ কটিয়াদী বাজার শাখার ব্যবস্থাপকের বিদায় ও বরণ অনুষ্ঠান

১৩ ফেব্রুয়ারি (কটিয়াদী প্রতিনিধি) অগ্রণী ব্যাংক লিঃ কটিয়াদী বাজার শাখা ব্যবস্থাপক সিনিয়র প্রিন্সিপাল অফিসার নারায়ণ চন্দ্র চক্রবর্ত্তীর পদোন্নতিজনিত বিদায় এবং সদ্যযোগদানকৃত নবাগত শাখা ব্যবস্থাপক প্রিন্সিপাল অফিসার মোঃ সারওয়ার হোসেনের বরণ অনুষ্ঠান ১৩ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা ৬টায় অগ্রণী ব্যাংক লিমিটেডের কটিয়াদী বাজার শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সিনিয়র অফিসার মোঃ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সোলায়মান মোল্লা, উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান, অগ্রণী ব্যাংক লিমিটেড, কিশোরগঞ্জ অঞ্চল। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন হিসেবে মোঃ আবদুল হাই, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, অগ্রণী ব্যাংক লিমিটেড, আঞ্চলিক কার্যালয়, কিশোরগঞ্জ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন অফিসার (ক্যাশ) মোহাম্মদ মশিউর রহমান।

বিদায়ী ব্যবস্থাপক নারায়ণ চন্দ্র চক্রবর্ত্তী বলেন, ব্যাংকের উন্নয়ন-অগ্রযাত্রায় নতুন ব্যবস্থাপককেও সহযোগিতা করার অনুরোধ জানিয়ে তিনি কটিয়াদীতে দীর্ঘ কর্মজীবনে মানুষের ভালোবাসা ও সহযোগিতার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক, ব্যাংকের গ্রাহক সহ সর্বস্তরের পেশাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tags: