সুজলা সুফলা শষ্য শ্যমলা প্রাকৃতিক সুন্দর্যেঘেরা গ্রামীণ পরিবেশে করিমগঞ্জের জাফরাবাদের মাঝিরকোণায় ডিজিটাল জগতে সৃজনশীল ধারায় প্রতিষ্ঠিত ইউনিটি আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীরা নেচে গেয়ে ও নৃত্যের তালে তালে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেন। নানারকম আয়োজনের মধ্য দিয়ে ক্রীড়ানুষ্ঠানুষ্ঠানের প্রতিযোগীরা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে। ‘ইউনিটির বলে ডিজিটাল কৌশলে’ প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার বিদ্যালয় মাঠে আয়োজিত ক্রীড়ানুষ্ঠানে সভাপতিত্ব করেন জাফরাবাদ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সাইফ উদ্দিন ফকির মিলন। অনুষ্ঠানের শুভ উধ্বোধক ছিলেন বৌলাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী গোলাম মোঃ সুজন, জাফরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক বাবুল। আমন্ত্রিত অতিথি ছিলেন সাংবাদিক ও লেখক আমিনুল হক সাদী। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা জ্ঞাপন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ ফজলুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়েল প্রধান শিক্ষক ও সদস্য সচিব মোঃ সায়েম আহমেদ। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের উপদেষ্টা ছাত্রলীগ নেতা মোঃ সুলতান মাহমুদ গজনী নাঈম। খেলাধুলাা পরিচালনায় ছিলেন জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রশিদ মাস্টার,সহযোগিতায় ছিলেন মুক্তামনি,অতিথি অর্ভ্যথনায় তামান্না আক্তার, অন্তরা আক্তার, লিজা আক্তার, শারমিন আক্তার, মিম আক্তার। ফলাফল ও পুরস্কার সংরক্ষণে সহকারী শিক্ষক মোজাম্মেল হক, রায়হান উদ্দিন, সার্বিক ব্যবস্থাপনায় মোছাঃ মিনা আক্তার, মোঃ আল আমিন, প্রাথমিক চিকিৎসায় মোঃ সোহেল রানা,শৃঙলা রক্ষায় বুলবুল ইসলাম বাপ্পী, গোলাম ওয়ালী উল্লাহ রাব্বানী, আমিনুল ইসলাম, আঃ রহমান, আসন ব্যবস্থাপনায় মোঃ আমিনুল ইসলাম, মোছাঃ অন্তরা আক্তার, মোছাঃ স্মৃতি আক্তার, নৃত্য পরিচালনায় মোঃ রানা মিয়া। পরে অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যগণ, শিক্ষক শিক্ষার্থী, রাজনৈতিকদলের লোকজন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিগণ উপস্থিত ছিলেন।