muktijoddhar kantho logo l o a d i n g

কুলিয়ারচর

কুলিয়ারচরে মহান শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ২১শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে কুলিয়ারচর কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় ক্রমান্নয়ে কুলিয়ারচর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, কুলিয়ারচর থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগ, কুলিয়ারচর পৌরসভা, কুলিয়ারচর প্রেসক্লাব, অফিসার্স ক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইলহাম গ্রুপ, কুলিয়ারচর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটি, ফারিয়া, বিভিন্ন সরকারি স্কুল, সরকারি কলেজ, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদসহ উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথক ভাবে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণে উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ইমতিয়াজ বিন মুসা জিসান, সাবেক সভাপতি আবুল হোসেন লিটন, ইলহাম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ আবদুল হাই তালুকদার সহ সরকারী ও বেসরকারী প্রতিষ্টানের কর্মকর্তা কর্মচারী ও রাজনৈতি নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্টান, সকল শিক্ষা প্রতিষ্টান এবং বেসরকারী ও ব্যাক্তি মালিকানাধীন ভবন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। সকাল ৭ টার দিকে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে প্রভাত ফেরী বের করে কুলিয়ারচর বাজার প্রদক্ষিন শেষে শহীদ মিনার চত্বরে এসে শেষ করে চিত্রাংকন, রচনা, সুন্দর হাতের লেখা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

Tags: