যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের আয়োজনে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৯ গভীর শোকের মধ্য দিয়ে উদযাপন করা হয়। একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারী কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান খান। অন্যদের মধ্যে শ্রদ্ধা নিবেদন করেন ইটনা থানার অফিসার ইনচার্জ মুর্শেদ জামান (বিপিএম), রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারী কলেজের অধ্যক্ষ ইসলাম উদ্দিন, কৃষি অফিসার হাজী জামাল উদ্দিন, সমাজ সেবা অফিসার শাহিনুর ইসলাম, মৎস্য অফিসার সৌরভ দেব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী ইসমাঈল হোসেন, মহেশ চন্দ্র সরকারী মডেল শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক প্রমুখ। সূর্যদয়ের সাথে সাথে সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তেলন করে দিবসের সূচনা করা হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের ব্যাক্তিবর্গ, সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী বৃন্দ ও আপামর জনতার অংশ গ্রহণে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি প্রভাত ফেরী বাহির হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের বেধীতে পুষ্প স্তবক অর্পন করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।