তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচন ইতিমধ্যে নির্বাচন কমিশনার নির্বাচনের তফসিল ঘোষনা করেছে ২৬ ফেব্রুয়ারী মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ, যাচাই বাছাই হবে ২৮ ফেব্রুয়ারী, প্রার্থীতা প্রত্যাহর ৭ মার্চ, ২৪ মার্চ ভোটগ্রহন হবে।
এ তথ্য জানিয়েছেন রিটার্নিং অফিসার দিদারে আলম মুহাম্মাদ মাকসুদ চৌধরী। নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছন। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা আ’লীগের সদস্য আব্দুল মজিদ দর্জী,
উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমান উল্লাহ শেখ ইমু, উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল হক চৌধরী আইয়ূব, ভিপি জাহাঙ্গীর আলম, রায়েদ ইউনিয়ন আ’লীগের সাধারণ
সম্পাদক মোস্তফা কামাল বাদল, কেন্দ্রিয় যুবলীগের সদস্য ইমরান হোসেন, উপজেলা আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা, হাবিবুর রহমান সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সভানেত্রী রওশন আরা সরকার, সাবেক ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম, কড়িহাতা ইউনিয়ন মহিলালীগের নেত্রী সাজেদা বেগম, প্রয়াত আ’লীগ নেতা এবিএম জামশেদ আলীর মেয়ে কানিজ ফাতেমা জেসমিন প্রমূখ সামাজিক যোগাযোগ মাধ্যমমে তাদের প্রার্থীতার কথা জানান দিচ্ছেন।
কাপাসিয়া উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হুমায়ূন কবীর জানান, উপজেলা পরিষদ নির্বাচনে ৪ জন প্রার্থী ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।