muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কিশোরগঞ্জের ১৩ উপজেলায় ১৯৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের ১৩টি উপজেলায় ১৯৫ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা রিটার্নিং ও সহকারী রিটার্নিং কার্যালয়ে তারা তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চেয়ারম্যান পদে ৫৬ মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ প্রার্থীরা হলেন- কিশোরগঞ্জ সদর উপজেলায় জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাকাউদ্দিন আহাম্মদ রাজন, করিমগঞ্জ উপজেলায় উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ্ব নাসিরুল ইসলাম খান আওলাদ, তাড়াইল উপজেলায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আজিজুল হক ভূঞা মোতাহার, ইটনা উপজেলায় বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, মিঠামইন উপজেলায় রাষ্ট্রপতির ছোট বোন আছিয়া আলম, অষ্টগ্রাম উপজেলায় বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস, ভৈরব উপজেলায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মো. সায়েদুল্লাহ মিয়া, পাকুন্দিয়া উপজেলায় বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণু, কটিয়াদী উপজেলায় কেন্দ্রীয় যুব মহিলা লীগ নেত্রী তানিয়া সুলতানা হ্যাপী, বাজিতপুর উপজেলায় বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ছারওয়ার আলম, নিকলী উপজেলায় বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, কুলিয়ারচর উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব ইয়াছির মিয়া এবং হোসেনপুর উপজেলায় জেলা আওয়ামী লীগের সদস্য মো. শাহজাহান পারভেজ।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, কিশোরগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

হোসেনপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

কটিয়াদী উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

পাকুন্দিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

করিমগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

তাড়াইল উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

ইটনা উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

মিঠামইন উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

অষ্টগ্রাম উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

বাজিতপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

নিকলী উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

কুলিয়ারচর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

ভৈরব উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

তৃতীয় ধাপে ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে মনোয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২৬ ফেব্রুয়ারি, বাছাই ২৮ ফেব্রুয়ারি, প্রত্যাহার ৭ মার্চ এবং ভোটগ্রহণ করা হবে ২৪ মার্চ।

Tags: