ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের জন্য কিশোরগঞ্জ জেলা থেকে নির্বাচিত হয়েছেন তুহিনুল রাহাত, শাহীন আহমেদ, অজিত বর্মন এবং নিরব।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিনে থাকা ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় (অনূর্ধ্ব-১৬) বিভাগীয় দল নিয়ে ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়।
২০১৮-১৯ অর্থবছরে মার্চ মাসে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে ক্রীড়া পরিদপ্তরের। টুর্নামেন্টকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলা পর্যায়ের বাছাই সম্পন্ন হয় ভৈরব উপজেলায়।
বুধবার বিকালে ভৈরব উপজেলার হাজী আসমত কলেজ মাঠে বিভিন্ন উপজেলার ৩২ জন খেলোয়াড় অংশ নেয়। প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রতিভাবান চারজন খেলোয়াড়কে ঢাকা বিভাগীয় বাছাইয়ে অংশ নেয়ার জন্য নির্বাচন করা হয়। গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছেন ভৈরব উপজেলার নিরব, কিশোরগঞ্জ সদর উপজেলার ডিফেন্ডার শাহীন এবং মিডফিল্ডার তুহিনুল রাহাত এবং তাড়াইল উপজেলার ডিফেন্ডার অজিত বর্মন। খেলোয়াড় নির্বাচনের দায়িত্বে ছিলেন ভৈরব উপজেলার সাবেক ফুটবলার মোঃ জাকির হোসেন সওদাগর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেল নির্বাহী অফিসার ইসরাত সাদমীন। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।