muktijoddhar kantho logo l o a d i n g

কুলিয়ারচর

কুলিয়ারচর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ২জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারীদের মধ্যে চেয়ারম্যান পদে ২জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। 
অপরদিকে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত  মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ও বাতিল প্রার্থীদের নাম ঘোষণা করেন রিটার্নিং অফিসার কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।
চেয়ারম্যান পদে যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন, আওয়ামী লীগের বিদ্রহী স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ হাসান সারওয়ার মহসিন ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মো. আব্দুছ ছাত্তার খোকন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন, আকলিমা বেগম ও নমিতা বর্মন।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী ৫ প্রার্থীর মধ্যে যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব ইয়াছির মিয়া, জাকের পার্টি  মনোনীত প্রার্থী মো. সাইদুর রহমান এবং ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী আবুল কাসেম ফজলুল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে  মোছাঃ লিপি আক্তার, বিলকিছ আক্তার ও এডভোকেট সাইদা খানম মুক্তা এবং ভাইস চেয়ারম্যান পদে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল আওয়াল, সৈয়দ নূরে আলম, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ মহসিন মিয়া ও মনিরুজ্জামান।
উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 
নির্বাচনের তফসিল অনুযায়ী গত ২৬ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ও সময়ে এ উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজের নিকট মনোনয়ন পত্র দাখিল করেন।
এদের মধ্যে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব ইয়াছির মিয়া, স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ হাসান সারওয়ার মহসিন, আওয়ামী লীগ নেতা এডভোকেট মোঃ আব্দুছ ছাত্তার খোকন, জাকের পার্টি মনোনীত মোঃ সাইদুর রহমান, ইসলামী ঐক্যজোট মনোনীত মাওলানা আবুল কাসেম ফজলুল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে  মোছাঃ লিপি আক্তার, বিলকিছ আক্তার, এডভোকেট সাইদা খানম মুক্তা, আকলিমা বেগম ও নমিতা বর্মন এবং ভাইস চেয়ারম্যান পদে আলহাজ্ব মোঃ আব্দুল আওয়াল, সৈয়দ নূরে আলম, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ মহসিন মিয়া ও মনিরুজ্জামান।

Tags: