muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

মীরসরাই বঙ্গবন্ধু শিল্প অঞ্চলে ‘শেখ হাসিনা সরোবর’ কাজের ভিওিরপ্রস্তর স্থাপন

চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলা বর্তমানে পর্যটন শিল্প ও অর্থনৈতিক অঞ্চল হিসেবে দেশব্যাপী পরিচিতি লাভ করেছে। চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী।তারই ধারাবাহিকতায়  মীরসরাইতে এখন দেশের বৃহওম অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠছে।যেখানে পৃথিবীর বিভিন্ন দেশের নামি দামী কোম্পানীকে শিল্প কারখানা করার জন্য জমি বরাদ্দ দেয়া হয়েছে।মীরসরাইতে বঙ্গবন্ধু অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠলে বিপুল পরিমাণ লোকের কর্মসংস্থান হবে বলে দাবী করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ। দ্রুত অবকাঠামো উন্নয়ন কাজ চলমান রয়েছে।এই অঞ্চলে সকল উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে  প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ(বেজা)। আজ রবিবার দুপুর ১২টায় মীরসরাই উপজেলার বঙ্গবন্ধু অর্থনৈতিক অঞ্চলে শেখ হাসিনা সরোবর এর নির্মাণ কাজের ভিওিরপ্রস্তর স্থাপন করেন  মোঃ আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর মূখ্যসচিব(এসডিজি)।এছাড়া ও এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ চেয়ারম্যান পবন চৌধুরী, মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)ও সহকারী কমিশনার (ভূমি)কায়সার খসরু।এসময় বঙ্গবন্ধু শিল্প নগরীর উন্নয়ন কাজে নিয়োজিত বিভিন্ন কর্মকর্তা,কর্মচারী ও ঠিকাদানকারী প্রতিষ্ঠানের মালিক,রাজনৈতিক নেতৃবৃন্দ,ইউপি চেয়ারম্যান,ইউপি মেম্বারসহ স্থানীয় সাংবাদিকবৃন্দগণ উপস্থিত ছিলেন।

Tags: