“শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা, সবাই মিলে ভাবো নতুন কিছু কর, নারী পুরুষ সমতার নতুন বিশ্ব গড়, ছেলের ২১ মেয়ের ১৮ এর আগে বিয়ে নয় কারো” শ্লোগানে উপজেলা মহিলা অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও বেসরকারী সংস্থা পপি সৌহার্দ থ্রি, ব্র্যাক আইডিপি, মেরী ষ্টোপসের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করা হয়। পরে নারী উন্নয়ন মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করে আলোচনা সভায় মিলিত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মশিউর রহমান খান। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোছাঃ মাছুমা আক্তার, বাদলা ইউপি চেয়ারম্যান মোঃ গুনি মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম ঠাকুর, ব্র্যাকের উপজেলা সমন্বয়কারী মোঃ শহীদুল্লাহ মিয়া, পপি সৌহার্দ্য থ্রি প্রকল্পের কো-অর্ডিনেটর মোঃ কামাল হোসেন, মহিলা অধিদপ্তরের অফিস সহকারী আজহার আলী, পপি সৌহার্দ্যের টেকনিক্যাল অফিসার চামেলী আক্তার প্রমুখ।