গোল্ডেন ফাইভ নামক ফাঁদে আমাদের দেশের ছেলেমেয়ের আটকে পড়েছে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ও সাবকে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, ‘অভিভাবকেরা তাদের বাচ্চাদের বইয়ের পাতায় আটকে রেখেছে। বিশেষ করে ছেলেমেয়েরা গোল্ডেন ফাইভ নামক ফাঁদে আটকে পড়েছে। ফলে নিঃসঙ্গ মানুষ বাড়ছে। আমরা নিঃসঙ্গ মানুষ চাই না। মানবিক মানুষ তৈরি করতে হবে। সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাবো।’
বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যায় সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন ‘দিক থিয়োটার’ আয়োজিত ষষ্ঠ জাতীয় নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সাবেক এই সংস্কৃতিবিষয়ক মন্ত্রী বলেন, ‘আমরা যারা নাট্যকর্মী আছি, তাদের দায়িত্ব মানুষকে তার কাজ বুঝিয়ে দেওয়া। আমরা যদি বনের মোষ না তাড়ায়, তাহলে একসময় দেশ তছনছ হয়ে যাবে।’
আসাদুজ্জামান নূর বলেন, ‘প্রায় প্রত্যেক যুগশ্রেষ্ঠ অভিনেতা-অভিনেত্রীরাই মঞ্চ থেকে এসেছেন। মঞ্চ একজন শিল্পীকে পরিপূর্ণ করতে সহায়তা করে। নাটক আমরা দেখি, আনন্দ পাই কিন্তু শিক্ষা নিই না। নাটক থেকে শিক্ষা নিলে আমাদের সমাজটা পরিবর্তন হয়ে যেত।’
এছাড়া অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এ সময় উপাচার্য বলেন, ‘একটি বিষয়ে জেনে আমার খুব কষ্ট হয়, একসময় এই বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ ছিল। যেখানে ছাত্রছাত্রীদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হতো। এখন আমাদের বিশ্ববিদ্যালয় সংস্কৃতি চর্চাসহ সব দিক থেকে এগিয়ে গেছে। আগামীতেও এ ধারা অব্যহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য। পরে উপাচার্য নাট্যোৎসবের উদ্বোধন ঘোষণা করেন।’
এ সময় আরও উপস্থিত ছিলেন— বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. ফারজানা সিদ্দিকা, নাট্য পরিষদের সভাপতি মিশকাত আহমেদ চৌধুরী মিশু, সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত প্রমুখ। এছাড়া সংগঠনটির উপদেষ্টাবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা, সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মনোজ মিত্রের রচনায় ও তনু দীপের নির্দেশনায় শাবিপ্রবির দিক থিয়েটারের নাটক ‘পুঁটি রামায়ণ’ মঞ্চায়িত হয়। নাটকে রাষ্ট্রের শাসন ব্যবস্থার অসঙ্গতি তুলে ধরা হয়। শাসন ব্যবস্থায় জনগণের জন্য প্রণীত কিছু আইন কানুন, যা প্রকৃতপক্ষে জনগণের কোনও উপকারে আসে না, এমন বিষয়গুলো চিত্রায়িত হয়েছে পুঁটি রামায়ণে।
উল্লেখ্য, নাট্যোৎসবে ৭ই মার্চ থেকে ৯ দিনব্যাপী সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বাংলাদেশের বিভিন্ন নাট্য সংগঠনের নিজস্ব পরিবেশনায় নাটক মঞ্চায়িত হবে। অন্যদিকে, আগামী ১৫ মার্চ (শুক্রবার) দিক থিয়েটারের সাবেক ও বর্তমান সদস্যদের অংশগ্রহণে ‘দিক পুনর্মিলনী’র আয়োজন করা হয়েছে বলে জানানো হয়।