muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

পাঁচ মাস পর খেলতে নেমে আন্তর্জাতিক ম্যাচ জিতল বাংলাদেশ

সবশেষ গেল বছরের অক্টোবরে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল বাংলাদেশ। এরপর গেল পাঁচ মাস কোনো আন্তর্জাতিক ফুটবল খেলেনি লাল-সবুজের জার্সিধারীরা।

তবে আসন্ন এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বকে সামনে রেখে কম্বোডিয়া সফরে গিয়েছে বাংলাদেশ দল। সেখানে তারা আজ শনিবার কম্বোডিয়ার মুখোমুখি হয়। প্রথমার্ধে দাপুটে ফুটবল খেললেও গোলের দেখা পায়নি।

তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের ৮৩ মিনিটে কাঙ্খিত গোলের দেখা পায় বাংলাদেশ। এ সময় দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে নামা বাংলাদেশের রবিউল হাসান গোল করে এগিয়ে নেন দলকে। তাকে গোলে সহায়তা করেন আরেক বদলি খেলোয়াড় মাহবুবুর রহমান। বাকি সময়ে এই গোলটি অবশ্য শোধ দিতে পারেনি কম্বোডিয়া। তাতে পাঁচ মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। আর ঘরের মাঠে হার মেনে মাঠ ছাড়ে কম্বোডিয়ার খেলোয়াড়রা।

অবশ্য ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে কম্বোডিয়া। তাদের অবস্থান ১৭২ নম্বরে। আর বাংলাদেশের অবস্থান ১৯২ তে। তবে ময়দানি লড়াইয়ে কম্বোডিয়ার বিপক্ষে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। গোটা ম্যাচে প্রভাব বিস্তার করে খেলেছে। তবে একটির বেশি গোল করতে পারেনি।

অবশ্য অতীতে কখনো কম্বোডিয়ার কাছে হারেনি বাংলাদেশ। আগের তিনবারের দেখায় দুইবারই জিতেছিল বাংলাদেশ। একবার হয়েছিল ড্র। আজ আরো একবার জয় নিয়ে মাঠ ছাড়ল লাল-সবুজের প্রতিনিধিরা।

এর আগে ২০০৯ সালেও আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে জিতেছিল। তার আগে ২০০৭ সালে বাংলাদেশের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল কম্বোডিয়া। আর ২০০৬ সালে এএফসি চ্যালেঞ্জ কাপে বাংলাদেশ ২-১ গোলে হারিয়েছিল কম্বোডিয়াকে।

Tags: