১১ মার্চ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় স্বাধীন বাংলার পতাকা উত্তোলন দিবস। যথাযোগ্য মর্যাদায় করিমগঞ্জে দ্বিতীয়বারের মতো দিবসটি পালন করা হয়েছে। মুক্তিযুদ্ধ গনগবেষণা কেন্দ্র এই দিবস উদযাপনের সফল আয়োজন করে।
করিমগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও করিমগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহযোগীতায় করিমগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে দুপুর ২.৩০ মি. আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করেন করিমগঞ্জে স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলক বীর মুক্তিযোদ্ধা মো: হারুন অর রশিদ ( হারুন স্যার )। সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ গনগবেষণা কেন্দ্রের আহব্বায়ক, করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: ইকবাল।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা।
অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন মুক্তিযুদ্ধ গনগবেষণা কেন্দ্রের অন্যতম উদ্যোক্তা সাংবাদিক আব্দুল জলিল ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক মোঃ মশিউর রহমান।
এসময় আনুষ্ঠানে বক্তব্য রাখেন করিমগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ, করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির উদ্দিন মিল্কী,করিমগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম, নতুন প্রজন্মের পক্ষ থেকে প্যারাডাইস কিন্ডার গার্টেন ও জুনিয়র হাইস্কুলের অষ্টম শ্রেনির ছাত্র নাঈম।
এসময় উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলার নারীনেত্রী শাহিদা খানম, করিমগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক শাহজাহান সাজু, করিমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক আহব্বায়ক সরকার জাহাঙ্গীর সিরাজী, করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সম্মানিত সদস্য আবু সুফিয়ান, প্রমূখ।